Header Ads

Header ADS
Seo Services

সতর্কীকরণ


এ কথাটি অতি সত্য যে, পৃথিবীর প্রতিটি কাজের জন্য কিছু নির্ধারিত নিয়মাবলী রয়েছে। এসব নিয়মাবলীর মাধ্যমেই কাজের সফলতা লাভ করা যায়। প্রতিটি শিল্পকলা ও প্রতিটি বিদ্যা ব্যাকরণ বা গ্রামার দ্বারাই শেখা যায় এবং তাকে আয়ত্ত্বে আনা সম্ভব হয়ে থাকে। নিয়মাবলী ছাড়া বিদ্যার্জনের চেষ্টা করলে নিঃসন্দেহে অকৃতকার্য হতে হয়। 

যেমন বলা হয়, ‘যে না জানে ব্যাকরণ, তার বিদ্যা অকারণ’ অনুরূপ আমলিয়াত বিদ্যা অর্জনের জন্য নিয়ম-কানুন আছে। যা ব্যতীত আমলিয়াত করলে কোন ফল পাওয়া যায় না। 

অতএব সর্ব প্রথম এই মূল্যবান বিষয়ে কিছু নিয়মাবলী বর্ণনা করা যাচ্ছে। যেন আমলকারীগণ এসব নিয়ম পালন করত, আমল করিয়া সুফল লাভ করতে পারে। একথা সত্য যে আমল ও তাবিজের বিদ্যার সংগে তারকা, কক্ষপথ ও বিভিন্ন সময়ের বিশেষ ঘনিষ্ট সম্পর্কে  রয়েছে এবং এ সম্পর্ক এতই গভীর যেমন, রূহ ও দেহের সম্পর্ক। কোন আমল পাঠ করতে হলে অথবা কোন তাবিজ লেখার পূর্বে এ বিষয়ের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। তা হলে অতি আশ্চার্য ফল পাবে। 

সাত তারকা 

ঐ সাত তারকাকে ছাবআ, সাইয়ারা বা ভ্রমণকারী সাত তারকা বলা হয়। যারা নিজেদেরে পরিভ্রমণের দ্বারা আকাশ অতিক্রম করে থাকে। কিন্তু আসমানের সাথে ঘোরে না। সেই সাত তারকার নাম : 

১। সামস 
২। মুস্তরী
৩। মিররীখ
৪। আতারাদ
৫। কমর
৬। জহুল 
৭। জুহরা


আল্লাহপাক এ তারকার মধ্যে অতি আশ্চর্য ধরনের ফল রেখেছেন। 

এ পৃথিবীর অধিবাসীকে ঊর্ধ্ব জগতের অনুসারী হিসাবে সৃষ্টি করেছেন। 

কোন কোন তারকা সৌভাগ্যবান। আবার কোন কোনটি হচ্ছে ভাগ্যহীন। যেমন জহুল ও মিররীখ হচ্ছে ভাগ্যহীন। তাই ভালবাসার জন্য তাবিজ বা আমল করতে হয়। দুশমনের জন্য তদবীর বা আমল করতে হলে মিররীখ এবং জহুল এই দু’ ছেতারার আমল করতে হয় এবং জবানবন্দীর জন্য তাবিজ বা আমল করতে হলে আতরাদ বা কমর এ দু’ সেতারার আমল করতে হয়এবং জ্বীন ভূতের তদবীর করতে হলে জহুল এবং মিশরীখ এ দুই সেতারার আমলে তদবীর ও আমল করতে হয়। এ সব বিষয়ের প্রতি লক্ষ রেখে যদি সঠিক সময়ে সেতারা আমল ধরে এবং লোবান জ্বালিয়ে তাবিজ বা আমল করলে নিঃসন্দেহে সে ঐ তদবীরের ফলাফল লাভ করবে। অনেক সময় দেখা যায়। যে উদ্দেশ্য করে তাবিজ লেখা হয় ঐ তাবিজ ব্যবহার করলে তার ফলাফল বিপরীত হয়ে যায়। তার একমাত্র কারণ হল, ঐ তাবিজ যে সময়ে লেখার নিয়ম ছিল, সে সময় লেখা হয়নি। তাই কোন সময় কোন সেতারার আমল শুরু হয়ে থাকে সি বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরা হল। 

যাতে সময় নির্ণয় করতে কোন চিন্তা করতে না হয়। প্রতিটি সেতারা প্রতিটি বুরুজে ৫৬মিনিট অবস্থান করে থাকে। ৫৬ মিনিট অবস্থান করে পুনঃ চলতে থাকে। আর এভাবে একের পর এক অবস্থান নিতে থাকে। আশাকরি স্ব-গভীর ব্যক্তিগণ, এ কথাগুলো স্মরণ রেখে সময়ের প্রতি লক্ষ রেখে আমল ও তদবীর করবেন। 

বি: দ্র: সর্ব সাধারনের সকলকে অবগতির জানানো যাচ্ছে যে আমাদের এই সাইটে যে সকল তন্ত্র, মন্ত্র, তাবিজ ও তদবীর এর প্রয়োগ ও পদ্ধতির কথা বলা হচ্ছে তা অবশ্যই আপনারা নিজ দায়িত্বে করবেন এবং তার দায়ভার স্ব স্ব ব্যক্তির। এছাড়া গুরু অনুমতি ছাড়া বা কোন প্রকার প্রয়োগের অপব্যবহার করলে বা প্রয়োগ করলে তার দায়ভার এই ওয়েবসাইট কর্তৃ পক্ষ কোনভাবেই দায়ি থাকবে না। কর্তপক্ষ আদি ও আসল যাদু মন্ত্র।

No comments

Powered by Blogger.